আপত্তি নেই
সীমাহীনতার মধ্যে সীমা খোঁজার
ব্যর্থ চেষ্টা করা
আকাশের চাঁদটাকেও মাঝে মাঝে
মুঠোয় এনে ধরা
ইচ্ছেডানায় ভর করে আকাশেতে ওড়া
কোন কিছুতেই আপত্তি নেই।
ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হবার স্বপ্ন
দেখতেই তুমি পার,
রাজাও না হয় ছেঁড়া কাঁথায় শুয়ে একদিন
গরীবের চাঁদ দেখুক
গরীবের বাসী রুটির স্বাদ রাজা নিক প্রাণভরে
আপত্তি তো নেই।
আপত্তি নেই, অথচ আছে
আপত্তি আছে বিভেদের বৈষম্যে
আপত্তি আছে হিংস্রতার করালে
আপত্তি আছে জাতপাতের নোংরামিতে
আপত্তি আছে নারীত্বের অপমানে
আপত্তি আছে মনুষ্যত্বের ধর্ষণে।
মনুষ্যত্বের জয়গানে মুখরিত হোক পৃথিবী।