আসলে ফেরা
হচ্ছে না, কিছুই ঠিক হচ্ছে না
সব তালগোল যাচ্ছে পাকিয়ে,
বৃষ্টিটা হবে বলেও হচ্ছে না
বর্ষাকালে বড় বেশী গরম লাগছে।
মানুষ আমরা, বড় বেশী বুদ্ধিমান
খোদার ওপর খোদগিরি করি,
বিশ্বায়নের ভেক ধরে
উষ্ণায়নের পাল্লায় পড়ি।
একদিকে দেখি জল চাই রব
মাটি ফুটি ফাটা, গরমে হাঁসফাঁস,
অন্যদিকে বন্যার তোড়ে
জলেতে ভাসছে মানুষের লাশ।
ধ্বংস হয়েছে বনজঙ্গল
কৃত্রিমতায় মুড়েছে চারিপাশ,
বিধাতা প্রায়ই ঝাঁকানি দেন
ধূলোয় মেশে মানুষের আশ
এখনও সময় আছে হাতে
হয়নি দেরী খুব বেশী,
কৃত্রিমতাকে দূরে সরিয়ে রেখে
চলো সবাই মিলে আসলে ফিরি।