বাহুপাশে
মাঝরাতে ঘুম ভেঙ্গে গিয়ে নানান রকম চিন্তা মাথায় আসে, মনটা এদিক ওদিক ছুটতে থাকে, ঘুমাতে দেয় না কিছুতেই। বেশীর ভাগ সময়েই মনটা চলে যায় অতীতে, স্বপ্নের মত সেই সোনালী দিনগুলিতে। খালি বলে সেই দিনগুলিতে ফিরে যেতে। এ আব্দারের কোনও মানে হয় না কিন্তু পোড়া মন কথা যে শোনে না। মনকে কিছুতেই বোঝাতে পারি না যে অতীত কে আঁকড়ে ধরে কি লাভ, সে কোনদিন আসবে না ফিরে। তার চেয়ে বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচার আনন্দই আলাদা।

অতীতটা আজকাল বড় ভাবায়
মাঝরাতে ঘুম থেকে তুলে
বেমক্কা সব প্রশ্ন করে
নানান ঘটনার জবাব চায়।
এটা হয়নি, ওটা হয়নি
সময়ের কাজ সময়ে করনি
জীবনকে কেন বেঁধে রাখনি
আজগুবী সব কথা।
রাগ হলেও বলি হেসে
চলেছি পথ সময়ের সাথে
বর্তমানকে বেঁধে বাহুপাশে
বিবেকের কথা শুনে।