বাঁচব

যদি পাই এই জীবনটা
আবার প্রথমদিন থেকে বাঁচতে,
ফিরে দেখতে, ভাবতে,
নতুন করে গুছাতে,
ভেব না নতুন কিছু হবে,
আমাকে একই ভাবে পাবে,
সব জায়গায়, সব জীবনের মোড়ে।
ভুলগুলো ভুলই থেকে যাবে
রাগ, দুঃখ, অভিমান
হাসি কান্না, হারানোর ব্যথা
সব ইতিহাস, একই থেকে যাবে
পাল্টাবে না এতটুকু।
সবকিছু নতুন করে ছোঁব
চোখ বন্ধ করে, প্রাণভরে
সব পাওনা হারানোর অনুভূতি
আবারও অনুভব করব,
যেভাবে জীবনটা বেঁচেছি
আবার একবার বাঁচব,
ঠিক একইভাবে,প্রথমদিন থেকে।