ভালো আছি
আমরা নিজেদের জগৎ, নিজেদের সুখ, দুঃখ সংসার, নিজেদের ভালো লাগা মন্দ লাগ্ নিজেদের স্বার্থ নিয়েই সারাজীবন কাটিয়ে দিই, সমাজের জন্য কতটুকু ভাবি? আমরা বলি ভালো আছি কিন্তু এর নাম কি ভালো থাকা?
ভালো আছি, বেশ ভালো আছি
চারিদিকে যখন হাজারো লাখো মানুষ
কিছু অভুক্ত, কিছু পড়ে রাস্তায় অসুস্থ
বৃদ্ধ পিতা-মাতা শত, ঘর থেকে বিতাড়িত
আমরা কেমন চোখ বুজে নির্ল্লজ্জের মত
ঘাপটি মেরে আছি বসে বাতানুকুল গৃহে
খাচ্ছি চর্ব্ব চোষ্য লেহ্য পেয় মনের আনন্দেতে
তাও বলবে ভালো নেই, এ কেমন কথা হল।
আশ্বিনের শারদপ্রাতে মা আসছেন এই মর্ত্যে
না হয় থাকলো তাঁর কিছু সন্তানের চোখে জল
আমার আলয় তো করছে আলোয় ঝলমল
ভেসে যাব মদিরার নেশায় স্ফুর্তির আনন্দে
কি লাভ ভেবে তাদের কথা থাকুক না বানভাসী হয়ে
জীবনটা বেঁচে নেব ভাই, জীবনটা বেঁচে নেব
জগতের যত খুশী একা লুটেপুটে খাব
মরুক মানুষ আমি আছি তো ভালো।
তবু মাঝে মাঝে মনে কেউ খোঁচা দিয়ে যায়
বাঙালী করেছ, মানুষ করনি বোধহয়
কে বলেছিলেন যেন মাকে, ধুর তাতে কি যায় আসে
ভালো আছি, বেশ ভালো আছি।