ভীতু কথা
যে কথা বলা হয়ে ওঠেনি, মনের ভিতরেই অব্যক্ত হয়ে রয়ে গেছে, সেই কি ভীতু কথা? হয়তো সে যদি নিজেকে প্রকাশ করতে পারতো দুনিয়াটা অন্যরক হত। আজ, বহুদিন বাদে, সে যাক না উড়ে যেখানে যেতে মন চায়। সময় তো গেছে পেরিয়ে বহু আগে।
সব কথা বলা যায় না
কিছু কথা থেকে যায় অব্যক্ত, মনের মাঝে
গুমরে গুমরে কাঁদে তারা
তারপর একদিন সশব্দে ফেটে পড়ে
বা তলিয়ে যায় বিস্মৃতির অতল গভীরে।
বহুদিনের লুকানো এক ভীতু কথা
কানে কানে এসে বলল যে সে
বেরুতে চায় এই বদ্ধ মন থেকে
উড়ে যেতে চায় মুক্ত আকাশে, বহির্বিশ্বে
সাহস নেই তার, যেতে হবে সাথে
বললাম, যারে উড়ে তুই মেলে ডানা
তুচ্ছ করে যত সব ভয়, ছিঁড়ে দিয়ে বন্ধন
দেখে নে বিশ্ব, দেখে নে ভুবন
তুই এসেছিলি একা, কেউ নেই তোর সাথে
সীমাহীন আনন্দে উড়ে গেল সে, দূর আকাশে।