ভূত চতুর্দশী

ভুতের আশায় বসে থাকা
যদি একবার আসে দেখা দেয়
চোদ্দ জনমের দরকার নেই
এক জনম হলেই চলবে
আসুক তো।
কেউ বলবে ভূত মানে অতীত
কেউ বলবে ভূত মানে অশরীরী আত্মা
দুই ই চলবে তবে প্রথমটি বেশি ভালো
সময়টা বেশ ভালোই কাটবে
কেউ তো আসুক।
বহুদিনের এই অপেক্ষা,পথ দেখা
চাতক পাখীর মত চেয়ে থাকা
অতীত রূপে এলে আনন্দে নাচবো
আর অশরীরী আত্মা হলে কিছু একটা চেয়ে নেব
বৃথা বসে আছি, একা।