ফিরে দেখা

বন্ধুর খোঁজ

বহুকাল ধরে
হাত বাড়ানোই আছে,
যদি কেউ ধরে।
আপন করে টেনে নেয়
হৃদমাঝারে।
কোন হাত আসে নি
কেউ ভালবাসেনি।
হাতটার প্রেত
রয়ে গেছে শুধু,
বাকী সব চলে গেছে
কালের গহ্বরে।