বর্তমান
বর্তমানে খুঁজে ফেরে অতীতের সোনালী দিনগুলি
আকাশে তারার ঝলকানি আর নেই
ম্লান হয়ে গেছে যেন সবকিছু ।
ছোটবেলার সেই মনগুলোও আর নেই
সোনালী দিনগুলি কোথায় হারিয়ে গেছে।
দিনের সেই প্রাণটা কোথাও নেই
ঘন আঁধারে ঢেকেছে দিনগুলো
আকাশে বাতাসে মিশেছে বিষের বাস্প
চোখে ঠুলি পড়ে আছে বসে ভীতু সূর্য্য।
মানুষ আছে তবুও মানুষ নেই
শুধু আছে কিছু যান্ত্রিক চলাফেরা
প্রাণগুলো যে কোথায় গেল হারিয়ে
স্মৃতিগুলো বুকে আঁকড়ে পথ চলা।