ফিরে দেখা

ছেঁড়া পাতা

কিছু ছেঁড়া পাতা
এদিক ওদিক রয়েছে ছড়ানো্,
কোনটায় কিছু লেখা
কোনও পা্তা ভর্তি শুধু কাটাকুটিতে,
আবার কোনটা খালি, একেবারে সাদা
হয়তো বা জীবনের পাতা।

জীবনের প্রতিটা দিনের
আছে কত গল্প, কত কথা,
কত বিচিত্রতায় ভরা।
তবুও যেন কিছু জীবন,
রংহীন একেবারে সাদা।

কিছু ছেঁড়া পাতা
পুরানো ইতস্তত ছড়ানো।
লেখাগুলো মুছে গিয়ে
হয়েছে বিবর্ণ
সাদা পাতাতেও মলিনতার দাগ
সময় ছেড়ে গেছে তার পদচিহ্ন,
ধূস্রর দৃষ্টি খোঁজে,
টকটকে লাল এক টাটকা গোলাপ।