ফিরে দেখা

চাপ

ছোট্ট একটা মাথা
তার ওপর খামোখা
কেন যে চাপ দেওয়া।

বুদ্ধির গোড়ায় ধোঁয়া
দিতেই তুমি পারো ,
সারযুক্ত ধোঁয়া যদি পাও
সেটা আরও ভালো।

গলায় ঢালার রঙীন তরল
আহা, তোফা তোফা,
যে কটা দিন বাকী,
হেসে খেলে যাবে কেটে
থাকলে মাথাটা হাল্কা

মাথায় চাপ দেওয়া নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *