ছাড়তে হবে
শূন্য থেকে হয়েছে শুরু
শূন্যতেই হবে শেষ,
মাঝখানে আছে কিছু সংখ্যা
আছে কিছু গোলমেলে অঙ্ক।
অঙ্কগুলো কষতে হবে
পেতে হবে সমাধানটাও ,
যে পারল সে বেঁচে গেল
যে পারল না কপালের ফেরে
জীবনের যাঁতাকলে পিষেই গেল।
অথচ ছিল সহজ সরল সমাধান
অঙ্ক থাকত নিজের জায়গায়
দিব্যি তো নেই কষতেই হবে,
থাক না তুই নিজের মতন
অঙ্কটাকে পাশ কাটিয়ে,
অজ্ঞ রয়ে গেলেই হল।
রশে বশে থাকতে হলে
পাগলা, কিছুটা তো ছাড়তে হবে।