ফিরে দেখা

চিলেকোঠা

পুরানো দিনের প্রত্যেকটি বাড়ীতেই চিলেকোঠার ঘর থাকতো আর সেটি নিয়ে আমাদের যারা ছোট তাদের সে কি প্রবল উত্তেজনা । সেই চিলেকোঠার ঘরে ছোটদের প্রবেশাধিকার ছিলো না এবং স্বভাবতঃই ছিলো এক প্রবল কৌতূহল ঔৎসুক্য, উঁকি ঝুঁকি মারার প্রবণতা। এই প্রবীণ বয়সেও সেই ঔৎসুক্য রয়েই গিয়েছে যদিও সে বাড়ী আজ জরাজীর্ণ, ভগ্নদশা।

চিলেকোঠার সেই ঘর
ঘোরানো ভাঙ্গা সিঁড়ি দিয়ে ওঠানামা
কালো রংয়ের পুরানো দরজার কড়ায়
মরচে ধরা তালা
বন্ধ জানলার ফাঁক দিয়ে বাচ্চাদের উঁকিঝুঁকি
খাজনার সন্ধানে,আছে কুবেরের ধন।

সেখানেই হারিয়েছে তো ছেলেবেলা
ধূসর দৃষ্টিতে কিছু খুঁজে ফেরা
বসে বসে স্মৃতির পাতা হাতরানো
কি যে ছিল ঘরটিতে হয়নি জানা
অশরীরিরা যদি পায় খুঁজে
নিশ্চয়ই দেবে ভাগ আশা আছে।