ফিরে দেখা

সবুজ মন

সময়ের সাথে সাথে শরীরের পরিবর্তন হয় শরীরের বয়স বাড়ে কিন্তু মন, তার বয়স ও কি বাড়ে? বেশীর ভাগ মানুষেরই মনের বয়স বাড়ে কিন্তু কিছু কিছু মানুষের মন চিরসবুজ থাকে, তাদের মনের বয়স বাড়ে না। এই চিরসবুজ মন ই তাদের পাশে সবসময় থাকে, তাদের ভরসা যোগায় এবং জীবনটা আনন্দে বাঁচতে সাহায্য করে।

সময়ের সাথে দৌড়ে
শরীরটা তো পুরানো হচ্ছেই
মনটারও বেশ পরিবর্তন হচ্ছে।
সবুজ থেকে কিরকম ক্ষয়াটে বর্ণ
শরীরের সাথে যুতসই, মানানসই।
তবে মনের কিছু জায়গা এখনও সবুজ
কোনও পরিবর্তন হয়নি, হবেও না
ঠিক সেই আগের মতনই আছে।

শরীর খারাপের সময় সেই সবুজ মনটা
পাশে এসে দাঁড়ায়, সাহস যোগায়,
বলে, শরীরের কথা একদম শুনিস না
ও ওর ধর্ম পালন করছে, তোকে ভোগাচ্ছে,
সব ঠিক সেই আগের মতই আছে
ছোটবেলায় সব যেমন দেখেছিস, ঠিক তেমন,
অনাবিল সবুজে মাখা, সবুজে ভরা।
প্রাণের আনন্দে বাঁচ বাকী দিনগুলো
একটাও দিন যেন বৃথা না যায়।