চলে যাওয়া
বুকের মধ্যে আগুনটা এখনও আছে,
এই অশক্ত শরীরের পাঁজরের মাঝে।
যৌবনের সেই তেজ আর নেই তার,
সে এখন অনেক স্তিমিত, নিস্তেজ
তবে আগুনটা ঠিকই আছ্
জানান ও দেয় মাঝে মাঝে।
শরীর মন দুইই বিদ্রোহ করে,
বলে অনেক জ্বালিয়েছিস তুই
এইবার দূর হ আমাদের থেকে।
অশক্ত আগুন ধীর স্বরে বলে,
ভেব না বন্ধু আমি নিশ্চয়ই যা্ব
তবে তোমাদের ও নিয়ে যাব আমার সাথে।
ওই দেখ চিতার লেলিহান শিখা,
ওখানেই মিশে যাব আমরা সবাই।
অধৈর্য্য হয়োনা বন্ধু সবুর কর
যখন আসবে ডাক যেতেই হবে।