চড়ুই
ছাদের কার্নিশে একগাদা চড়ুই
কিচির মিচির শব্দে চারিদিক মুখর,
অবাক বিস্ময়ে দেখে দুটি
চালসে পড়া চোখ।
এই প্রাণহীন কংক্রীটের জঙ্গলে
কোথা থেকে আসে ভেসে
প্রাণের এ সুর?
এখনো আছে বেঁচে পুরানো সে গান,
যায়নি হারিয়ে সেই পুরানো সে দিন।
লোলচর্ম্ম হাতদুটি আঁকড়ে ধরে
জীর্ণ জানালার মরচে পড়া শিক,
চড়ুই সব কোথায় গেল উড়ে
ঝাপসা দৃষ্টি শুধু চেয়ে থাকে দূরে,
খুঁজে মরে ফেরে তার
ফেলে আসা দিন।