ফিরে দেখা

ডাক

মানুষ যখন ব্যস্ত কর্ম্মজীবন থেকে অবসর নেয়, শরীরটা খানিকটা অশক্ত হয়ে পড়ে, তখন সে একান্তে বসে পুরানো সোনালী দিনগুলির কথা ভাবে আর ভাবে যে সময়টা কি ভাবে কেটে গেল। এটা বোধহয় বয়সের ধর্ম্ম যে জীবনের শেষ প্রান্তে এসে ফেলে আসা দিনগুলির কথা মনে করা, অসম্ভব জেনেও তাকে ছুঁতে চাওয়া বা ফিরে পাওয়ার অলীক কল্পনা করা।

ফেলে আসা দিনগুলো ডাকে
বলে বহুদিন হয়নি দেখা।
একবার আয় ফিরে
বারবার ভাবি যাব
অতীতের ফেলে আসা দিনগুলোর সাথে
কিছুটা সময় কাটাবো
পায়ে পা মেলাবো।

ভাবাটাই হয় যে  সার
কাজ অকাজের ভিড়ে  থাকি ব্যস্ত
সময়  যে নেই দম ফেলবার
জানি এভাবেই কেটে যাবে দিন
এই দিনও হয়ে যাবে পুরানো।
ডাকবে আমায় আবার
যাওয়া হবে নাকো আর।।