ফিরে দেখা

দে পুড়িয়ে

তোর বুকে আগুন আছে
জ্বলছে সে ধিকিধিকি
ছাইচাপা আগুন, ছাইচাপা
একটুখানি উসকে দিলে
জ্বলবে সে দাউ দাউ করে
যা পাবে তাই গিলে খাবে
চারিদিকে শ্মশান হবে
উসকাবে কে?

চারিদিকে দেখ তাকিয়ে
আবর্জ্জনায় ভরে গেছে
এ আবর্জ্জনা অন্যরকম
নড়েচড়ে কথা বলে
আপনমনে বাড়তে থাকে
পরিবেশ বিষাক্ত করে
ধংস এদের করতে হবে
করবেটা কে?

হাতে হাতে দেখি মশাল
মশাল শুধুই, আগুনটা নেই
জ্বালাতে হবে, জ্বালাতে হবে
একটা মশাল বুকের ভিতর
নে ঢুকিয়ে গভীরভাবে
ছাইচাপা আগুন উসকে যাবে
মশালটা উঠবে জ্বলে।