দৌড়
এ এক কাল্পনিক দৌড় যেখানে অন্ধকারের পথ ছেড়ে আলোর দিশায় ফেরার চেষ্টা।
অমাবস্যার তীর ধরে
দৌড় লাগিয়েছিলাম জ্যোৎস্নার আলোর পথের উদ্দেশ্যে
আশা ছিল পৌঁছাতে পারব নিশ্চয়ই একদিন
মনে ছিল প্রবল আশা, ভরসা
অন্ধকার থেকে আলোয় যাবার
কত দূর আর, ঠিক পারব।
সেই দৌড় আজও চলেছে
গতি অনেক ধীর, শরীরও শ্রান্ত
তবে পথে থামিনি একবারও, দৌড়েই চলেছি
দৌড় শেষ হবেই একদিন
আলোর পথ ধরে দৌড়াব,দৌড়াবই
এই বিশ্বাস আছে।