ফিরে দেখা

দূরের শেষ

গিয়েছি চলে অনেক দূরে
যতদূর যেতে হয় যাবো
দূরের শেষ দেখে ছাড়ব।

চেনা পথ ছেড়ে অচেনা ধরেছি
তাতে যদি দেরী হয় ক্ষতি নেই
সময় তো আছে অফুরন্ত।

ছেড়েছি অনেক কিছু, পিছুটান
সংসার, ঘর-দোর মায়ার বাঁধন
ফেরার দ্বার যে আজ রুদ্ধ।

মনটা বেলাগাম বেড়ায় ছুটে
বারে বারে খালি বলে চল ফিরে
বলেছি চাস যদি যা চলে।

শরীরটা একদিন হবে শেষ
অন্য শরীরে হয়ত জন্ম নেব
পথ চলা থেকে যাবে অবিরাম ।