এগিয়ে চলা
অনেক গল্পই লেখা হল না
অনেক কবিতা পাঠ হল না
অনেক প্রেম পূর্ণতা পেল না
অনেক জীবন শুরুই হল না
এই অপূর্ণতার মধ্য দিয়েই
পথিকের একা একা পথ চলা
এক দিগন্তবিস্তৃত সীমাহীন পথে
যার নেই কোনও শুরু, নেই কোনও শেষ
আছে শুধু অবিরাম পথ চলা।
এই পথচলার মাঝেই নানান চরিত্র
আনা গোণা করে, আসে যায়
সংসার ধর্ম, আশা ভালোবাসা
নানান মায়ার অবতারণা হয়
অবশেষে মায়া মায়াতেই মিলায়
এই তো জীবন।