এই জীবন
চারিদিকে শব্দের দাপাদাপি
শব্দেরই মাঝে লুকিয়ে থাকে জীবন ,
নিস্তব্ধতা, সে যে বড় নিদারু্ণ
শেষের গল্প জমিয়ে বুকেতে রাখে।
আলোর ছটাতে জীবনটা বেঁচে নে,
ধীরে ধীরে তোর দৃষ্টি হবে যে ক্ষীণ
অমাবস্যার থেকেও নিকষ কালো
পৃথিবীটা হবে, যদি হস জ্যোতিহীন।
এই জনমটা প্রাণভরে হেসে নে
শব্দব্রম্ভে দুনিয়া ভরিয়ে তোল,
দূরে সরে যাক মলিন আর পুরাতন
প্রাণপ্রাচুর্য্যে লাগুক হৃদয়ে দোল।