ফিরে দেখা

একাকী

কবিতা যে কেন আসে না
ছিন্ন মেঘের মত ভাসে আকাশে
বলে আমি যাব ভেসে দূর পরবাসে
সৃষ্টি ছেড়েছে আমায় বহুদিন আগে
আমি কেন থাকি বসে একা নীরবে।

আকাশ পাতাল আমি ভাবি মনে মনে
রঙিন স্বপ্নের জাল বুনি দিনমানে
ধূসর ঝাপসা চোখে আজও কাটি আঁকিবুকি
বার বার কবিতা যে দেয় মোরে ফাঁকি
শীর্ণ শরীরের বলিরেখা হাসে বিদ্রুপে।

সময় যাচ্ছে বয়ে নিঃশব্দে অগোচরে
বলে কতকাল রবে বসে একা এইভাবে
যে ছিল তোমার সাথে সে তোমারই আছে
কেন বৃথা ভেবে মর চল মোর পিছে
ছন্দহীন একাকী আমি চলেছি তার সাথে।