ফিরে দেখা

এক্কা দোক্কা

এক্কা দোক্কা খেলা বাচ্চাগুলো
আজ জীবনের এক্কা দোক্কা খেলছে।
কখনও বা কেউ হারছে
কখনও বা কেউ জিতছে
সেই ঠিক আগের মতন।
মাঝখানের কিছু সময়, কিছু বছর
কোথা দিয়ে পালিয়ে গিয়েছে
হেরে যাওয়া বাচ্চাটার মতন।
কুশী লব সব একই আছে
খেলাটারও কোনও বদল হয়নি,
জীবনের রংটা আগে সবুজ ছিল
সেটা শুধু রংহীন কালচে হয়েছে
খেলাটা কিন্তু চলেছে।