একই আছে

সবকিছু একই আছে
শুধু সময়টা গেছে বয়ে
পাশের বাড়ীর ছোট্ট মেয়েটা
রোজ সকালে যেত স্কুলে
মার পাশে মায়ের আঁচলে লুকিয়ে
আজ দেখি তার বলিষ্ঠ হাত ধরে
ছোট্ট কচি মেয়ে এক যাচ্ছে স্কুলে।
সব কিছু একই আছে
শুধু সময়টা গেছে বয়ে
অফিস কাছারী সারাদিন দৌড় ঝাঁপ
হঠাৎ নিজেকে দেখি ঘরের কোণে
চোখে ছানি নিয়ে খবরের কাগজ পড়া
ছেলে মেয়ে তারা নিজ নিজ কর্ম্মস্থলে
আমি আর স্ত্রী সময়কে আঁকড়ে ধরে
বসে আছি একে অপরের মুখ চেয়ে।
সব কিছু একই আছে
শুধু সময়টা গেছে বয়ে।
https://honda-fit.ru/forums/index.php?autocom=gallery&req=si&img=7035