ফিরে দেখা

এই কি সভ্যতা

শীতের কুয়াশা ঘেরা সকাল
শিশিরে ঢাকা সবুজ মাঠ
রাস্তার মোড়ের চায়ের দোকানে
ধূমায়িত এক ভাঁড় গরম চা
আহা তোফা।

পথের ধারে ঘেয়ো কুকুরটার
কুন্ডলী মেরে কুঁকড়ে শুয়ে থাকা
ছাই চাপা আগুনকে ঘিরে
একদল মানুষের গোল করে আগুন সেঁকা
এটাই জীবন।

নিয়ম ভাঙ্গার খেলায় মেতে ওঠা
একদল রাতজাগা নেশাতুর যুবক যুবতীর
বেলাগাম বেয়াদপী অশ্লীল ভাষা
প্রতিবাদহীন মানুষের নির্ব্বাক যাওয়া আসা
এটাই বাস্তব।

উন্মুক্ত প্রান্তর টলটল জলাশয় বুজে
সারি সারি ইমারত গড়ে ওঠা
প্রাণের স্পন্দন মুছে গিয়ে
যান্ত্রিক ভাবে বেঁচে থাকা
এই কি সভ্যতা।