ফিরে দেখা

ফ্যান ভাত

ভেবেছিলাম আর যাব না
ফ্যান ভাতের দিনগুলোর দিকে
আর তাকাব না ফিরে।
ভাঙ্গা-চোরা কুঁড়ে ঘর, কষ্টের জীবন
প্রতিমূহুর্তে ভাগ্যকে দোষারোপ করা
সেই সময়টাকে মনে করব না আর।

না চাইলেও যে ভাবতে হয়
সেই সংগ্রামের যন্ত্রণার দিনগুলি
নিজেদের মনে করায়।
সেদিন কষ্ট ছিল, দুঃখ ছিল
কিন্তু তারই সাথে নৈতিকতা
সাহস, শান্তি, সততা ছিল
ছিল দিনের শেষে নিশ্চিন্ত ঘুম।

আজ এই স্বচ্ছ্ল অসহিষ্ণু জীবনে বসে
সেই ফ্যান ভাতকেই খুঁজি বার বার।