ফিরে দেখা

ফিরে চাওয়া

আমরা মাঝে মধ্যেই অতীত কে নিয়ে ভাবি বা বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলি। জীবন ধারণের তাগিদে আমাদের প্রত্যেককেই বিভিন্ন ঘটনা, স্থান বা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং স্বভাবতঃই কালের নিয়মে আমাদের বয়স বাড়ে এবং আমরা নানারকম অভিজ্ঞতায় সমৃদ্ধ হই। বিভিন্ন ব্যক্তির অভিজ্ঞতা বিভিন্ন সেটি আনন্দ, হতাশা, বিষাদের মোড়কে মোড়া। যান্ত্রিকতার এই জীবনে সময় যে কোথা দিয়ে কেটে যায় আমরা বুঝতেও পারি না কিন্তু একটি সময় আসে যখন শরীর অশক্ত হয়, কর্ম্মজীবন থেকে অবসর নিতে হয়। জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানুষ বারবার অতীতের সোনালী দিনগুলির কথা ভাবে আর একবারের জন্যও সেই দিনগুলিতে ফিরে যেতে চায়। এটিই হয়তো ফিরে চাওয়া।

ফেলে আসা দিনগুলির মাঝে
একটা পিছুটান, ভালো লাগা থাকে লুকিয়ে
স্মৃতি নয় সতত সুখের
তারি মাঝে আছে বেদনা, বিষাদ
তাও বারে বারে এই ফিরে চাওয়া
এটাই কি ভালো লাগা কে জানে।

আসলে জীবনটা বড় আপেক্ষিক
অতীত, বর্তমান, আর ভবিষ্যতে বাঁধা
এর বাইরেও কিছু থাকলে ভালো হত
কতকগুলো শব্দবন্ধ ছাড়া বৈ তো কিছু নয়
বিধাতা যদি আরো কিছু যোগ করতেন
ইচ্ছামতন সেখানে যাওয়া আর ফিরে আসা যেত।

অনেকটাই সময় গিয়েছে পেরিয়ে
বাকীটাও যাচ্ছে চলে টিক টিক করে
ছিলাম থেকে আছি, আছি থেকে থাকব
নিরন্তর এই কথা চলেছে বলে
আজ ঘড়িটিকে দিলাম বন্ধ করে
সময় গিয়েছে থেমে, আমিও থেমে।