ফিরে দেখা

ফুটপাথের সত্য

রাস্তার ধার দিয়ে হেঁটে যেতে যেতে রোজকারের অনুভূতি আর চিত্র।

রাস্তার ধার ধরে হেঁটে যাওয়া
ফুটপাথ গুলো হয়েছে দখল
ভবঘুরে, ভিখারীদের আশ্রয় সেখানে
সেখানেই শয়ন, বসন, জাগরণ।

ফুটপাথে গড়ে ওঠে সংসার
সেখানেই জন্ম নেয় শিশু
আবার মৃত্যুও হয় সেই ফুটপাথে
জীবনের তফাৎ তো নেই কিছু

মুখ ঘুরিয়ে চলে যায় সবাই
বলে কোথা থেকে জুটেছে যে এরা
এরাও মানুষ , চায় এরাও বাঁচতে
ক্ষুধা, তৃষনা, কামনা আছে সবকিছু

রাস্তার ধার ধরে হেঁটে যাওয়া
ফুটপাথ বলে কত গল্প
ভবঘুরে ভিখারীদের আশ্রয়
জীবনের বাস্তবতা, জীবনের সত্য।