ঘড়ি
সময় প্রবাহমান না সময় স্থির জানা নেই তবে এই সময়কে কেন্দ্র করেই বিশ্বসংসার আবর্তিত হচ্ছে, ঘটনাপ্রবাহ ঘটে চলেছে। সময়ের অস্তিত্ব জানান দেয় ঘড়ির টিকটিক শব্দ। যেন বলে সমইয়ের তালে জীবন চলছে।
ঘড়ির টিকটিক শব্দের সাথে ,
সময় চলছে, সময় বলছে
মন ভাঙ্গছে, ঘর গড়ছে
জন্ম, মৃত্য্ সৃষ্টি, ধংস
প্রলয় শান্তি সবাই হাসছে।
হাহাকার আর কান্নার সাথে
অট্টহাসির সময় মিশছে!
সময়হীন সময় মাপার
শব্দ করে ঘড়িটা চলছে,
ঘড়িটা চলছে, ঘড়িটা বলছে।
ঘড়িটা চলছে, ঘড়িটা চলছে
প্রাণের আয়ু আরও কমছে,
সময় কিন্তু থেমেই আছে
ঘড়িট্যাঁ থামেনি্ বেজেই চলেছে।