ফিরে দেখা

ঘুঘু ও মানুষ

কোনও মানুষকে চতুর বোঝাতে আমরা তার সাথে ঘুঘু কথাটি ব্যবহার করি। ঠিক তেমনি কোনও জনমানবশূণ্য জায়গাকে আমরা বলি ঘুঘু চরেছে। ঘুঘু খুবই শান্ত তবে ধূর্ত পাখি এবং নিরিবিলিতেই থাকতে পছন্দ করে, তাই জন্যই বোধহয় এই প্রচলিত উপমা। বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই লেখা যেখানে বেশির ভাগ মানুষ ই নিজের স্বার্থের খাতিরে ক্ষমতার অলিন্দ্যে ঘোরাফেরা করে। মজার ব্যাপার এই যে অনেক সাধারণ ভালো মানুষ চাহিদার তাগিদে স্বার্থপর হয়ে যান অথচ কোনও স্বার্থপর মানুষ ভালো মানুষ হন না।

অনেকগুলো ঘুঘু আছে
অনেক কজন মানুষ আছে
মানুষ আর ঘুঘু মিলে
ক্ষমতার অলিন্দ্যে ঘুরঘুর করছে
কিছু কিছু মানুষ ঘুঘু হয়ে যাচ্ছে
ঘুঘুগুলো কিন্তু মানুষ হচ্ছে না।

দূরে বোকার মত দাঁড়িয়ে জনতা
তারা দেখছে আর হাততালি দিচ্ছে
ঘুঘুগুলো সব দানা খেয়ে
টা টা করে চলে গেল
বললো পাঁচ বছর বাদে আবার আসবে
চারিদিকে বেকারত্ব, দুর্ভিক্ষ, হাহাকার
ঘুঘুগুলো গাছের মগডালে ঠান্ডায় বসে
ভবিষ্যতের ছক কষছে

মানুষগুলো ঘুঘু হয়ে যায়
একটাও ঘুঘু মানুষ হয় না।