ঘুণ

কাঠে ঘুণ ধরে
ঘুণ ধরে শরীরেও
মানুষের মনেও বোধহয় ধরে ঘুণ
নইলে মন কেন হঠাৎ উচাটন হয়
সব কিছু ছেড়েছুড়ে বিবাগী হয়।
ভালোবাসাতেও কি ঘুণ ধরে?
নাহলে ভালোবাসার মানুষটা কেন
হঠাৎ চুপ করে যায়
দিনের পর দিন যায় কেটে
একবারও তাকায় না ফিরে।
ঘুণ তো একধরণের পোকা
শরীরে মনে ভালোবাসায় ঢোকে কি করে
কেউ জানে না।
খালি সবকিছু কুড়ে কুড়ে খায়
খোকলা করে দেয় সবকিছু।
একটা শক্তপোক্ত শরীর চাই
একটা ঝকঝকে মন চাই
গলা অবধি ভালোবাসায় ডুবে থাকতে চাই
ঘুণ ছাড়া জীবন চাই
ঘুণ ছাড়া বাঁচতে চাই।