গল্প
একটা গল্প বলি আজ
ছেলেবেলা, শৈশবের গল্প
সেও ছিল জীবনে আমাদের
তার আনন্দের দিনগুলি নিয়ে
আজ যদিওছেলেবেলা
নিরুদ্দেশে গেছে চলে
তবু বলি সেই দিনগুলোর গল্প।
আজ থেকে কিছু বছর আগেই
শিশুদের ছিল শিশুকাল,
কচি কাঁচার মিষ্টি গলার স্বরে
মুখরিত হত সকাল বিকাল।
ছিল না বই এর কোন বোঝা
তারা, খেলে বেড়াত সারাটি সময়
দাদু-দিদা, দাদা-ঠাকুমার যে
তাদের আবদারে প্রাণটি যায়।
রাক্ষস-খোক্কস, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী
ছিল তাদের নিত্যদিনের গল্প
সে ছিল তাদের এক মজার সময়
স্নেহে, আদরে সেও নেহাত ছিল না অল্প।
তখন মাঠ ছিল, খেলা ছিল
গল্প ছিল, গান ছিল
বাবা মার হাত ধরে
ছুটীর দিনে বেড়ানো ছিল।
সবার বাড়ী আনাগোনা ছিল
হয়ত বা জীবনে ছিল অভাব
তবুও সে এক মজার দিন ছিল।
ধীরে ধীরে সব পালটে গেল
ছেলেবেলা, শৈশব ধীরে ধীরে
যেন হারিয়ে গেল ।
সমাজের অমানুষিক প্রত্যাশার চাপ
গিলে নিল শৈশবটাকেই ।
খেলে বেড়ানোর দিনগুলোকে
পড়াশুনার চাপ বেঁধে
হাঁটি হাঁটি পা পা করে
শৈশব টাই চলে গেল।
এখন তাই গল্প বলি
শৈশবের কথা বলি।
তার ফেরার আশায় বসে থাকা
আর জীবন টাকে ফিরে দেখা।