ফিরে দেখা

হারা জেতা

মাঝে মধ্যে মনে হয় যে আমাদের জন্মানোর পরমূহুর্ত থেকেই কি জীবনে হারা জেতার যুদ্ধটা শুরু হয়ে যায়? তাছাড়া এই হারা বা জেতার মানদন্ড টাই বা কি? এ তো সবার ক্ষেত্রে এক নয়, বিভিন্ন মানুষের বিভিন্নরকম, তাহলে অকারণ এই দৌড় কেন? আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত হবার পর থেকে সেই যে দৌড়ের শুরু তার শেষ কবে কোথায় কে জানে। অথচ এই হারা জেতার কাল্পনিক ফানুসের পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের বর্তমান সময়টাকেই হারিয়ে ফেলি, আনন্দটাই অধরা রয়ে যায়।আসল সত্যটা আমরা আর কবে উপলব্ধি করবো?

হারা জেতার যুদ্ধে মানুষ ব্যস্ত ভীষণ
ভালোবাসা পড়ে এককোণে অপাংক্তেয়
সবকিছুকেই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা
অভিমানে বিবেক আজ তাই দেশান্তরী।

সবাই ঘোরে গোমড়া মুখে বিমর্ষ ভাব
আনন্দ যেন জীবন থেকে নিয়েছে ছুটী
হিসাব নিকাশের অংকে সময় গেলো কেটে
জীবনের খাতায় প্রতি ছত্রে শুধু কাটাকুটি

চোখ খুলে দেখ ভুবনটা যে সুখে ভরা
উজাড় করে দেবে বলে দাঁড়িয়ে আছে
হাতে এখনও কিছু সময় গেছে রয়ে
চল ছুটে যাই দু হাত মেলে তার কাছে।