হারানো

জীবনের খাতা থেকে একটা দিন হারিয়ে গেল
কবে যে হারালো কেন যে হারালো
বুঝতে পারিনি তা কিভাবে হল
দিনলিপি লিখতে লিখতে হঠাৎ দেখি
কোন ফাঁকে পড়েছি পিছিয়ে একদিন
আছি পড়ে অতীতকে আঁকড়ে ধরে।
সম্বিত ফিরে পেয়ে এগিয়ে গেলাম
সময়ের তালে তালে পা মেলালাম
দিনলিপির একটি পাতা না হয় রইল ফাঁকা
কিছু ভাবনা কিছু চিন্তা না হয় রইল অব্যক্ত
শূন্য ঘর ভাঙ্গা মন সাদা পাতা
তারাও তো অনেক কথা বলে
জীবনের একটা দিন হারিয়ে গিয়েও
না হয় নিজের মতন বেঁচে রইল।
https://mazda-demio.ru/forums/index.php?autocom=gallery&req=si&img=6334