হিসাব
প্রত্যেক মানুষেরই জীবন ঘটনাবহুল এবং নানান রকম অভিজ্ঞতায় ভরা। জীবনের পথে চলতে চলতে ভালো মন্দ, ঠিক-বেঠিক, পাপ-পুণ্য এরকম বিভিন্ন পরিস্থিতির আমরা সম্মুখীন হই এবং এর হিসাব করতে গিয়ে মাঝে মধ্যেই আমরা খেই হারিয়ে এক সিদ্ধান্তহীনতার চক্রব্যুহে সারাজীবন ঘরতেই থাকি।

রৌদ্রদহন দিনে
মেঘের গুরু গুরু গর্জ্জন
না, ঠান্ডা ঘরে বসে
সুরের মূর্চ্ছনায় ডোবা
কোনটা বেশী মধুর?
তৃষ্ণার্ত পিপাসিতর কাছে একঘটী ঠান্ডা জল
না বুভুক্ষু ক্ষুধার্ত মানুষের পাতে
গরম ভাত আর ডাল
কোনটা বেশী পুণ্যের?
মন্দিরে মন্দিরে ঘুরে
অকাতরে প্রণামী বিতরণ
না, নিঃসহায় নিঃসম্বল শিশুকে
পরম স্নেহে প্রতিপালন
কোনটা বেশী শান্তির?
হিহাব মেলাতে পারি না
কিছুতেই পারি না।