ফিরে দেখা

হিসাব কষা

সকালবেলা ঘুম ভেঙ্গে ঊষার আলোয় প্রকৃতির শোভা দেখে মনে আনন্দের সঞ্চার হলেও তারপর ই শুরু হয় সেই গতানুগতিক জীবন। সেই নিয়ম বাঁধা চলা, লাভ ক্ষতির হিসাব কষা, জীবনের ইঁদুর দৌড়ে নেমে পড়া। এইভাবেই তো কেটে যায় পুরোটা সময়। তবে আমাদের এই হিসাবের খাতাতে অনেক পাতাই থেকে যায় ফাঁকা, সেই হিসাবগুলিই আসল বাকী সব মেকী।

হিসাব রাখি
হিসাব রাখি জন্ম-মৃত্যুর
হিসাব রাখি লাভ ক্ষতির
হিসাব রাখি কথা বলার
হিসাব আছে পথ চলার।

বাজারে গিয়ে দর করার
সময় করে আড্ডা মারার
তরল পানীয় গলায় ঢালার
প্রেমে বারবার বিফল হবার
সব কিছুরই হিসাব রাখি।

হিসাব হিসাব করেই গেলাম
কিছু হিসাব বাদ কি দিলাম?
মাঝে মাঝে খটকা লাগে
ঘুম ভেঙ্গে যায় গভীর রাতে
নতুন করে কষতে বসি।

দেখি, হিসাব নেই বেঁচে থাকার
ভালবেসে নিঃস্ব হবার
ছোটবেলায় ফিরে যাবার
স্মৃতির অতলে ডুব দেবার
একলা মনে দিন কাটার।