জবাব চাই

চারিদিক দিয়ে শব্দ পড়ছে ঝরে ঝরে
শব্দের মত ভালোবাসাও না কি পড়ে ঝরে ঝরে
মেলবন্ধন কি আছে কিছু তাদের ?
শব্দের মধ্যে একটা উষ্ণতা আছে
ভালোবাসার মধ্যেও উষ্ণতা থাকে
দুই উষ্ণতা কি দিগন্তে যায় মিশে !
নানান প্রশ্ন চারিদিকে করে ঘোরাফেরা
প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই
অথবা উত্তর আছে, প্রশ্ন নেই
আবার কোনটি যে সঠিক সেও অজানা
এক আশ্চর্য্য গোলক ধাঁধায় ঘুরছে সবাই
সব কিছু জানা আছে তবু জানা নেই।