ঝাপসা পৃথিবী
এখানে চশমাটি প্রতীকি হিসাবে ব্যবহৃত হয়েছে। চশমা ছাড়া আমরা আমাদের আশেপাশের সবকিছু ঝাপসা দেখি, কিন্তু প্রশ্ন জাগে মনে যে আমাদের দেখার দৃষ্টিভঙ্গী কি ঠিক? এ দেখা চোখের দেখা নয় মনের দেখা। আমাদের ভাবনা, সমাজকে নিয়ে চিন্তা, আমাদের মনুষ্যত্ব বোধ সবকিছু। আমাদের দৃষ্টিভঙ্গীর সামনে যেন একটা চশমা লাগানো আছে যা আমাদের যে পৃথিবীকে দেখায় সেইটি হয়তো আসল পৃথিবী নয়।
চশমার ভিতর দিয়ে দুনিয়াটা দেখি পরিষ্কার
কিন্তু চশমাটা খুলে নিলে সব ঝাপসা
তখন পড়ে যাই বড় ধন্দে
ভাবি পৃথিবীটা পরিষ্কার
না আসলে ঝাপসা
সব কিছু যেন লাগে নকল
চশমা নকল, পৃথিবী নকল, ভাবনা নকল।
আসলে পৃথিবীটাকে দেখার চোখটাই নেই
হয়ত বা আছে কিন্তু আজও ফোটেনি
নামেই চোখ, না থাকারই সামিল
চোখ থাকতেও তাই অন্ধ।
বন্ধ মনের সব দরজা জানালা,
যা দেখতে চাই তাই শুধু দেখি
পরিষ্কার ঝাপসা নিয়ে আমার পৃথিবী।