জীবনের স্রোত

জীবনের চোরা পথ বেয়ে
হাজারো স্রোত গিয়েছে নেমে
মিশে গিয়েছে শেষে আদি জীবনের স্রোতে।
কখনও বা আলাদা চলতে চলতে
জীবনের চোরা পথে ঘুরতে ঘুরতে
হারিয়ে গিয়েছে মনের কোনও দুর্গম খাদে।
কোনও নাছোড়বান্দা সাহসী জেদী স্রোত
সব বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে
নিজেই হয়ে উঠেছে আলাদা জীবনধারা।
একদিন যে ছিল ক্ষীণ, সুপ্ত
আজ সে উজ্জ্বল প্রকাশিত দিগন্তবিস্তৃত প্রবাহ
তার চোখে আজ সমুদ্র হওয়ার স্বপ্ন।
জীবনের চোরা স্রোতগুলো
স্বপ্ন চোখে নিয়ে এগিয়ে চলে