জড় পদার্থ
চারিদিকে জড় পদার্থের ছড়াছড়ি
এরা আবার নড়াচড়া করে
হাত পা নাড়ে, চলে, কথা বলে,
মাঝে মাঝে আবার চীৎকারও করে।
বংশ বাড়িয়ে চলেছে অবিরত
ভার বাড়িয়ে চলেছে পৃথিবীর।
এদের মধ্যে হৃদয়, বিবেক, প্রাণ
এসব জিনিষগুলো এককালে ছিল,
সে হয়ত বা বহু শতক আগে
যখন এদের মানুষ বলা হত।
মান আর হুঁশ কবেই গিয়েছে পালিয়ে
হৃদয়, বিবেক, প্রাণ তারি সাথে গেছে,
পড়ে আছে অসংখ্য জড় পদার্থ
এরা এখনও নিজেদের মানুষ বলে।