ফিরে দেখা

কালো বিড়াল

কোথা থেকে এক কালো বিড়াল এসে পড়লো জনবহুল রাস্তার মাঝখানে আর সব গাড়ী রাস্তার মাঝখানে মন্ত্রমুগ্ধের মত দাঁড়িয়ে পড়লো। বিড়াল তায় কালো রাস্তা কেটে দিয়েছে যে। কিন্তু কেন সব গাড়ী দাঁড়িয়ে গেলো তার কোনও জবাব নেই কারোর কাছে অথচ কি এক অশুভের আশংকায় সব ভীত।

কালো বিড়ালটা রাস্তা কেটে দিলো
নিমেষে জনবহুল ব্যস্ত রাস্তার যন্ত্রদানবগুলো
কি এক অজানা আশঙ্কায় থমকে দাঁড়ালো
কেউ এক পা ও এগুচ্ছে না
রাস্তা কেটে গেছে এক কালো বিড়াল
এই ভয়ংকর দোষ কাটাবে কে?

প্রত্যেকটা মানুষের মধ্যে লুকিয়ে আছে
এরকম কত হাজারো কালো বিড়াল
তাদের দেখা যায় না তবে
মাঝে মধ্যেই দাঁত নখ মুখ খিঁচিয়ে বেড়িয়ে পড়ে
জীবনের সুন্দর ছন্দটাকে দেয় নষ্ট করে
কালো বিড়াল আর কুসংস্কার মিলে মিশে একাকার।