কথার হিসাব
সৃষ্টির জন্মলগ্ন থেকে
যত কথা বলা হয়েছে
সে হিসাব কি রাখা আছে
পৃথিবীর কোন হিসাবের খাতায়।
স্থান,কাল পাত্র
সব পাল্টেছে সময়ের সাথে।
কত দেশ,কত ভাষা
কত গল্প, কত আশা
কথার মাধ্যমে সব লিপিবদ্ধ
কালের বুকে, আকাশে বাতাসে
হিসাব কোথায় তার?
যা হয়ে গেছে সব যাক
আজ থেকে হিসাব রাখতে হবে
সব অনুভব, ভাবনা, কথার
যন্ত্রের কাছে আজ পরাজিত মানুষ
দেবতা কবে পালিয়েছে রণে ভঙ্গ দিয়ে
যন্ত্রই রাখুক আজ হিসাব কথার।