ফিরে দেখা

কে জানে

জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানান প্রশ্ন জাগে, যার উত্তর হয়তো সময় খানিকটা দেয় আবার দেয় ও না। একটা পূর্ণ জীবন আমরা কাটিয়ে দিই, জীবনের মধ্যে বাস করি অথচ জীবন সম্বন্ধে আমাদের ধারণাই বা কতটুকু বা আমরা কতটুকু তাকে নিয়ে ভাবি যে প্রশ্নের উত্তর পাবো? প্রশ্ন ও উত্তর পাশাপাশি চলে শুধু আমরা তাকে খুঁজে পাই না বা খোঁজার ইচ্ছাটাই নেই তাই বারবার কে জানে এই কথাটা মনে আসে।

আলসেমীর মধ্য দিয়ে
কেটে যায় দিন
সত্যি কি কাটে
কে জানে?

হাজার টাকার প্রশ্ন
প্রশ্নের দাম হয়তো বা কম
হয়তো বা অনেক বেশী
কে জানে?

কচ্ছপ খরগোশের দৌড় আজ ও চলেছে
গল্প যেমন আছে বলা ঠিক তেমনই
দৌড় কি শেষ হবে জীবনের সাথে
কে জানে?

কেউ জানে কেউ জানে না
অথচ চলছে সব আপনমনে
কোথায় যে শুরু আর কোথায় যে শেষ
কে জানে?