ফিরে দেখা

খোলস

সময়ের সাথে সাথে পরিবেশ, সমাজের পরিবর্তন হওয়া নিয়ে সর্ব্বযুগে একটা গেলো গেলো রব ওঠে কিন্তু এই পাল্টে যাওয়া বা পরিবর্তন তো পুরাতনকে ভিত্তি করেই। আসল জিনিষটি একই থাকে খালি ওপরের খোলস টি পাল্টে পাল্টে যায় বা পরিবর্তন হয়। এটি সমাজ বা পরিবেশের খোলস ছাড়া আর কিছুই নয়। আমাদের চোখে কালো চশমা লাগানো রয়েছে যাতে আসল সত্যটা আমরা দেখতে পাই না। আমাদের পৃথিবী সেই আগের মতই সহজ, সুন্দর রয়েছে, পাল্টেছে আমাদের দৃষ্টিভঙ্গী।

পথিকের পথ বদলায়
বদলায় মানুষের মন
সময়ের গতি বদলায় না
বদলায় না এই জীবন।

আজ ও গাছে ফুল ফোটে বাহারী
মনের আনন্দে পাখীরা গায় গান
ভোরে ঘুম ভাঙ্গা, রাতে শুতে যাওয়া
বদলাচ্ছে দিন নিজের মতন।

সবই তো চলছে ঠিক আগেরই তালে
তবু কেন চারিদিকে গেল গেল রব
কালো চশমাটা টান মেরে খুলে ফেলে
খালি চোখে নাও পৃথিবীর সৌরভ।

যাকে তুমি বদলানো ভাব
সেটা শুধু খোলস ছাড়া
ছাড়বে একদিন তুমিও খোলস
জীবন নয় যে দিশাহারা।