ফিরে দেখা

খুঁজে বেড়ানো

হাজারো লাখো মানুষের ভীড়ে
একটা সত্যিকারের মানুষ
খুঁজে বেড়ায় মন,
চারিদিকে ছড়ানো বাড়ী, গাড়ী
কলকারখানা, বাস, ট্রেন, এরোপ্লেন
মানুষের ভীড়ে ঠাসাঠাসি
সেই সভ্যতার আগ্রাসনের
পচা,গলা ইতিহাস, গল্প।

ইতিহাস বিকৃত হয়
খেই থাকে না গল্পেরও
প্রকৃতিতে আছে যত কিছু
আদি অকৃত্রিম, অনাবিল সুন্দর
হিংস্র মানসিকতার করাল গ্রাসে
ধ্বংসের পথে সব কিছু
এটাই কি তবে ভবিতব্য
আমরা মানুষ হবো কবে?

এমন একটি পৃথিবী চাই
যেখানে মাথার ওপর খোলা আকাশ
বাতাসে সবুজে প্রাণের স্পন্দন
প্রেম ভালোবাসায় পূর্ণ পৃথিবী
ফুলের সুবাসে সুরভিত
মানুষে মানুষে ভেদাভেদ নেই
আনন্দে চারিদিক মুখরিত

লাখো যান্ত্রিক মানুষের ভীড়ে
মন খোঁজে সত্যিকারের মানুষ
যে দেখাবে পৃথিবীকে দিশা
জীবনের সত্য উপলব্ধ করে
উত্তরনের পথ ধরে
নতুন জন্ম হবে মানবিকতার।