ফিরে দেখা

খুঁজে ফেরা

ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশপাথর। ক্ষ্যাপা, পরশপাথর দুইই কিন্তু প্রতীকী। ক্ষ্যাপা হচ্ছে এই পৃথিবীর মানুষ এবং পরশপাথর হচ্ছে মানুষের খোঁজ। এই খোঁজ কিন্তু সবার ক্ষেত্রে এক নয়, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন। কেউ খোঁজে শান্তি, কেউ খোঁজে টাকা, কেউ বা জীবনের উৎস সন্ধানে সারাজীবন দেয় কাটিয়ে আবার কেউ খুঁজে ফেরে পরমপিতাকে। এই খোঁজ চলতেই থাকে যার পরিসমাপ্তি কবরের মাটিতে বা চিতার আগুনে।

ক্ষ্যাপা খুঁজে মরে ভালবাসা
সুখের মধ্যে খুঁজবে
না দুঃখের মধ্যে খুঁজবে
এর জবাব তার কাছে নেই,
কিন্তু পাগলের মত খুঁজে মরে
যদি খুঁজে পায়।

খোঁজের কোন শুরু নেই
খোঁজের কোনও শেষ ও নেই
খোজের আবার কোনও প্রকার ও নেই
সারা পৃথিবীর প্রতিটি মানুষ
কিছু না কিছু রোজ খুঁজেই চলেছে।

কেউ খোঁজে শান্তি
কেউ খোঁজে টাকা
কেউ আবার বেড়িয়ে পড়েছে
পরমপিতা ঈশ্বরের খোঁজে
জীবনের উৎস সন্ধানেও
কেউ কেউ আবার ব্যস্ত।

পার্থিব, অপার্থিব সে যাই হোক
সবার মনে একটা খোঁজ আছে
জন্মলগ্ন থেকে যার শুরু
চিতা বা কবরে যার শেষ।