কবি

বসন্তের জৌলুষ গিয়েছে হারিয়ে
মানুষ গুলোও সব হয়ে গেছে ফিকে
প্রেম ভালোবাসা মমতা সব তত্ত্বকথা
দুনিয়াটা গেছে ভরে কৃত্রিমতার ভীড়ে।
বাতাসে বারুদের গন্ধ, হিংস্র সব মুখ
দুপায়ে দাঁড়িয়ে আছে পশুগুলো
কথা নয় বিষ যেন পড়ছে ঝরে
রক্তাক্ত দাঁত নখ আছে যে বেড়িয়ে।
এর মাঝেও কবি লেখেন সাম্যের কবিতা
ভালোবাসার কথা বলেন মৃত্যুপুরীতে
শান্তির বাণী দূরে ওই শোনা যায়
সাদা গোলাপ দেখ ফুটে কবির বধুভূমিতে।