ফিরে দেখা

কবিগুরুর প্রতি

লহ প্রণাম রবি ঠাকুর
তোমার জন্মদিনে
বারে বারে তুমি আস ফিরে
২৫ শে বৈশাখের মহা লগনে
তবে নয় সশরীরে।

তোমার কবিতা নাটক ও গানে
স্মরণ করি আমরা সবাই
শুধু, শুধুমাত্র এই দিনে
বছরের বাকী দিনগুলি তুমি কাটাও নির্ব্বাসনে
আবার তোমায় সাজাই আমরা ২২শে আগ্রহায়নে

তুমি বলেছিলে ঠিক
তোমায় পূজার ছলেই থাকি ভুলে
এক অদ্ভুত প্রহসনে
যে ভাষায় তুমি করেছ রচনা
তাকে ভুলেছি গর্ব্বভরে।।

প্রণাম জানিয়ে তাই বলি কবি
আর একবার এস ফিরে
জাগাও বাঙালির চেতনা স্বাভিমান
ওড়াও বাংলা ভাষার বিজয় কেতন
নতুবা মুছে যাক চিরতরে।