কংকাল
পরিবর্তনশীল সমাজ, পৃথিবী। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়। এককালে যেখানে ছিল জনপদ, কলকারখানার আওয়াজে থাকতো মুখরিত, কালের নিয়মে আজ তার ভগ্নদশা, শ্মশানের নিস্তব্ধতা, বনজঙ্গলে ঘেরা এক ভগ্নস্তুপ। শুধু কলকারখানার কংকাল জানান দেয় যে এককালে এখানেও প্রান ছিলো, আনন্দ ছিলো যা আজ কালের গর্ভে বিলীন।
ভাঙ্গাচোরা রাস্তার ধারে
দাঁড়িয়ে রয়েছে কারখানার কংকাল।
ঝোপঝাপে ভরেছে চারিদিক,
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে
জংধরা পরিত্যক্ত কিছু যন্ত্রের দল,
শেষ কবে চলেছিল কে জানে?
এককোনে একঝাঁক কাশফুল
জানান দিচ্ছে শারদীয়ার আগমনী!
এককালে এখানেও দুর্গাপূজা হত,
এখন চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা
শুধু একা দাঁড়িয়ে কারখানার কংকাল
সিঙ্গুর কে মনে রেখে কি ?